
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৮টি পদে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৬১৫ জন ভোটারের ভিতরে ৫৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন।
এতে নুরুল আমিন সভাপতি, শোয়েব সিদ্দিক সাধারণ সম্পাদক ও শওকত আকবর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অন্যান্য বিজয় প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক শেখ নিয়ামত আলী, কোষাধাক্ষ পলাশ সাহা, ক্রিয়া সম্পাদক শাহিন হোসেন ও হাসান মোল্লা প্রচার সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার কমিটির প্রধান এডভোকেট শফিকুল ইসলাম স্বপন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোন অনিয়ম হয়নি।