
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বামীর সাথে অভিমান করে শাহাজাদী বেগম (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৬ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , ২৫ ডিসেম্বর রোববার রাত আনুমানিক ১২টায় ঘরের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে স্বামী রিপন হাওলাদারসহ চার জন যুবক মাদক জাতীয় ইয়াবা সেবন করছিল। এ সময় শাহাজাদী বেগম ইয়াবা সেবন করতে নিষেধ করলে রিপন সবার সামনে স্ত্রীকে মারধর করেন। ২৬ ডিসেম্বর সকালে মারধরের ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে ঘরে থাকা বিষাক্ত ঔষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে যায় শাহাজাদী বেগম। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় স্বামী রিপন হাওলাদার ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বজনরা অভিযোগ দিলে বা মামলা করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।