
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুকুর, ডোবা-নালার পানি কমে যাওয়ায় শ্যালোমেশিন দিয়ে পানি সেচে চলছে মাছ ধরার উৎসব। গতকাল উপজেলার গ্রামপাঙ্গাসী, কৃস্নদিয়া, বোয়ালিয়ারচরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।
উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা কয়েকজন মিলে প্রতি বছর অন্যের পুকুর সেচে দিয়ে থাকি। ডোবা-নালা ও পুকুরের পানি অনুযায়ী পুকুর মালিকের নিকট থেকে পারিস্রমিক নিয়ে থাকি। চুক্তি অনুযায়ী মাছ ধরেও দেন বলে জানান তারা।
এ সময়টা প্রায় প্রতিদিই কোনো না কোনো এলাকায় মাছ ধরার কাজে অনেকটাই ব্যাস্ত সময় থাকতে হয় বলে জানান শ্যালোমেশিনের মালিক মোঃ আব্দুল মান্নন। তিনি আরোও জানান, দেশীয় জাতের মাছ ধরে নিজেদের চাহিদা মিটিয়েও স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রি করে নগদ অর্থ উপার্জন করা যায়। এদিকে ডোবা-নালা, খাল-বিল শ্যালোমেশিন দিয়ে পানি সেচে দেশীয় জাতের বিভিন্ন ধরনের মাছ ধরার এক অন্যরকম দৃশ্য দেখা গেছে চোখে পড়ার মতো।