
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নির্দেশে গরিব দুস্থ্য ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চতরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে চতরা বিএনপির পার্টি অফিসে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মানিক প্রধান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মন্ডল, সদস্য সচিব তুহিন, রংপুর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাওসার মিয়া, পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তাহের মিয়া, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাফি মন্ডল, বিএনপি নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী পলাশ বলেন যে কোন দূর্যোগে বিএনপি মানুষের পাশে ছিলো থাকবে। গতবছরে ১৬ই ডিসেম্বর থেকে এ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করে আসছি। এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।