
আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে বন্ধুদের আর্থিক সহযোগিতায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকালে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।
জানা গেছে, ১৯৯২ সালের এসএসসি ব্যাচের ৩১জন বন্ধুর আর্থিক সহযোগীতায় দুস্থ শীতার্তদের মাঝে ১শ ৯০ পিচ কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৯২ ব্যাচের মিজানুর রহমান, দেবাশীষ দেব, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রউফ, বাবলু মিয়াসহ অনেকে।
পৌরসভার কাজিরচক নাড়িকেলবাড়ি গ্রামের জরিনা বেওয়া (৮০) কম্বল পেয়ে বলেন, আমরা গরীব মানুষ লেপ-তোষক বানবার পাই না। খুব ঠান্ডা বাহে, কম্বলটা পায়া খুব উপকার হইল।
কম্বল বিতরনকারী মিজানুর রহমান বলেন, বন্ধুদের টাকায় কম্বল কিনে দুস্থদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি।