
জাহিদ হাসান নিশান। বিনোদন প্রতিবেদক,
উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক বিজয় সরকার। তাঁর কথা, সুরে কণ্ঠে অসংখ্য গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে, তাঁর গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া তিনি এক বিস্ময়কর নাম। একুশ জানুয়ারি গুণী এই শিল্পীর জন্মদিন। তিনি এই দিনে সুনামগঞ্জের শাল্লায় পিতা যোগেন্দ্র সরকার এবং মাতা মাধবী সরকারের ঘরে জন্মগ্রহণ করেন।
গুণী এই সংগীতজ্ঞের সংগীতের প্রাথমিক শিক্ষা হয় তাঁর মায়ের কাছেই। জন্মদিনে পরিবার বন্ধু-স্বজনেরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন সংগীতের অনেক গুণী শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। সেইসঙ্গে ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় সরকারের ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস-ছবি পোস্ট করেছেন। দৈনিক বাংলার আলো’র পক্ষ থেকে গুণী এই সংগীতজ্ঞের জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা।