
রুবেল হোসাইন (সংগ্রাম) :
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে মামাদের সঙ্গে ভাগিনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে আপন ভাই-বোন, ভাগ্নে-ভাতিজাসহ নিজেদের মধ্যে মারামারিতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাকীরা হাসপাতাল ছেড়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পাইক পাড়ার বাসিন্দা মৃত-আবুল কাসেম তার নীজ নামীয় প্রায়- ৫ একর ১৫ শতাংশ জায়গা জমি রেখে ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। আবুল কাসেম মারা যাওয়ার পর তার তিন ছেলে আবুল কাসেমের জায়গা জমি ভোগদখল করে আসছিলো এবং তার চার মেয়ে তাদের নিজেদের প্রাপ্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য ভাইদের চাপ প্রয়োগ করে আসছিলেন। কিন্তু আবুল কাসেমের তিন ছেলে বোনদের জমি দখল না দিয়ে দেড়যুগ থেকে তালবাহনা করে আসছিলেন। স্হানীয়ভাবে বিষয়টি নিয়ে বারবার উভয় পক্ষের লোকজন বসেও সমাধান করতে পারেনি।
এরই সূত্রধরে বৃহস্পতিবার (১৯-জানুয়ারি) দুপুর আনুমানিক ২ টার সময় মৃত- আবুল কাসেমের চার মেয়ে এবং মেয়েদের সন্তানরাসহ তাদের দাবিকরা জমিতে হালচাষ দিতে গেলে আবুল কাসেমের তিন ছেলে আব্দুল মতিন দেলদার হোসেন, আব্দুল ওহাব এবং তাদের সন্তানরা বাঁধা দিতে গেলে উক্ত জমিতে মারামারি শুরু হয় এবং উভয় পক্ষ দেশীয় ছোরা,লোহার রড, বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ছোরার আঘাতে ভাগ্নে আজিজুল ইসলাম মামা আব্দুল মতিন, দেলদার হোসেন এবং তাদের ছেলে আব্দুল জলিল, মিজানুর রহমানের মাথায় গভীর কাটা ক্ষত হয়। ছামছুল,তারাজুল, আবু বক্কর, ছমবুলা বেওয়াসহ কয়েকজন লাঠির আঘাত প্রাপ্ত হন। পরিস্থিতি শান্ত হলে স্হানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গুরুতর আহত আব্দুল মতিন এবং তার ছেলে মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজিজুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বাপের সম্পত্তি মেয়েদের ভাগ না দিয়ে তালবাহানা করার কারনে এমন সংঘাত। যদিও ভাইদের দাবি, তারা জমি ছেড়ে দিয়েছেন কিন্তু বোনরা বেশী জমি দাবি করছেন এবং তারা ভাগ বাটোয়ারার নিয়ম মানছেন না।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরআলম জানান, উভয়পক্ষ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।