
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ার উপকূলীয় অঞ্চলে উদীয়মান তরুদের প্রচেষ্টায় গড়ে উঠা “ঘোপখালী পাঠাগার” থেকে সংবর্ধনা পেলেন উপজেলার কৃতি সন্তান লেখক, কলামিস্ট, একাধিক গ্রন্থের প্রনেতা অপসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার বেতমোর-রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মোহাম্মাদ ফয়সাল, ঘোপখালী পাঠাগারের প্রতিষ্ঠাতা উদীয়মান কবি মাছুম বিল্লাহ , সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, কবি সানজিদা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠাগারের সদস্যবৃন্দ। লেখক নূর হোসাইন মোল্লা তার বিভিন্ন গ্রন্থে মঠবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে তুলে ধরায় এবং সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ গুণীজনকে সংবর্ধিত করে পাঠাগারটি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মঠবাড়িয়া- ১৯৭১, জননন্দিত খান সাহেব হাতেম আলী জমাদ্দার, সত্যের অন্বেষণে প্রভৃতি।
এসময় লেখক নূর হোসাইন মোল্লা’র হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য- বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে উদীয়মান তরুণ কবি মাছুম বিল্লাহ এলাকার কিশোর ও যুবকদের নিয়ে পাঠাগারটি প্রতিষ্ঠা করেণ।