
প্রতিনিধি নরসিংদী.
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাএ মুশফিকুর রহমান মারুফ (১৩) গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন । এব্যাপার শিবপুর থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং ৯৬১ তারিখ ১৭/০২/২০২২.
জানাগেছে, উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া পশ্চিম পাড়া গ্রামের শামীম প্রধান তার পরিবার নিয়ে উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশরাফ উদ্দিনের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে আছেন।তার ছেলে মারুফ গতকাল (১৭/২/২২) বিকাল তিন ঘটিকার সময় পাইভেট পড়তে প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে বের হয়ে যান।তারপর সময়মত বাড়ী না ফেরায় আত্মীয় স্বজনের বাড়ী সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও মারুফের কোন সন্ধান পাননি তার পরিবার।অবশেষে মারুফের পিতা শামীম প্রধান শিবপুর থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেন।