
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী ও সূত্রাপুর এলাকা হতে গাঁজা ও হেরোইনসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
গতকাল ০৯ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর এলাকা ও যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাহিন (৩৫), ২। মোঃ শুভ @ মিঠু (১৯) ও ৩। মোঃ আল আমিন আকন (২০) বলে জানা যায়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন ধোলাইখাল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫০ পুরিয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন (২০) বলে জানা যায় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী ও সূত্রাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
Cell: +8801847474393