
হিজলা প্রতিনিধি ঃ
বরিশালের হিজলা উপজেলায় ছয়টি মাত্র ইউনিয়ন তারমধ্যে তারমধ্যে ইট ভাটা প্রায় ৫০ থেকে ৬০ টি যার নেই কোন সঠিক কাগজ পত্র, ভাটা গুলো চলছে সরকারী বিধি নিষেধ অতিক্রম করে। কয়লা দিয়ে ইট না পুরিয়ে ভাটার মালিকেরা তাদের নিজ খামখেয়ালি করে কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। এতে করে পরিবেশ দুষনে ক্ষতি সাধন হচ্ছে।
হিজলা উপজেলাটি একটি ছোট উপজেলা এর মধ্যে এতো গুলো ইট ভাটা, শুধু ইট ভাটার মালিকেরা লাভবান হচ্ছে, ধ্বংস হচ্ছে সাধারন জনগন। সাধারন জনগন দিশেহারা হয়ে বসে আছে কোথায় কার কাছে বললে এর সমাধান পাওয়া যাবে। এই সকল ভাটায় গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছার পত্র ও নেই। প্রশাসনের কোন কর্মকরতারা ও নজর দেয়নি।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করলে তিনি যানান আমি প্রতিটি ভাটায় গিয়ে দেখবো এবং আমার অভিযান অব্যাহত থাকবে।