
আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পৌরসভাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল, কলম ও হার্ড বোর্ড উপহার হিসেবে দেয়া হয়। আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিত (হাড়ি)।
এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো যায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।
উক্ত বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।