
রিয়াজ আহমেদ হান্নান, উল্লাপাড়াঃ
উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী। আরও উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পৌর কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু সহ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মেলায় ১৭ টি স্টল প্রদর্শনী করবে। মেলায় আগত অতিথিরা স্টল গুলো পরিদর্শন করছেন।