
প্রেস বিজ্ঞপ্তি
বহুল আলোচিত নওগাঁ জেলার সদর এলাকায় নৃশংসভাবে মোঃ ইমন হোসেনকে হত্যার দুর্ধর্ষ পলাতক আসামী মোঃ মিথুন (২৩)‘কে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন এলাকা হতে পারিবারিক শত্রæতার জের ধরে মোঃ ইমন হোসেন হত্যা মামলার প্রধান পলাতক আসামী ১। মোঃ মিথুন (২৩), পিতা মোঃ মিঠু, সাং ভবানীপুর পশ্চিমপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁকে ২৬/০২/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী নওগাঁ জেলার সদর এলাকায় পারিবারিক শত্রæতার জের ধরে মোঃ ইমন হোসেনকে নৃশংসভাবে দেশিও অস্ত্রের আঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ধৃত আসামি পারিবারিক শত্রæতার জের ধরে যোগসাজসে মোঃ ইমন হোসেনকে দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে মোঃ ইমন হোসেনের পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ভিকটিম এর পরিবার বাদী হয়ে নওগাঁ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর তার নামে গ্রেফতারি আদেশ হলে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক