
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনী শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সাবেক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল হক শুভ, ভেটেরিনারী সার্জন ডা. নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল-মুক্তাদীর শাহীন, এগ্রো-ভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃষক আবুল ফজল, খামারী মোঃ আলীম উদ্দিন, সাফিনা সাইলেজ এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আলভী ও খামারী নূর আলী প্রমুখ।
প্রদর্শনীতে ৪০ টি স্টল অংশ নেয়। স্টল গুলোতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, উন্নত জাতের ঘাস, সাইলেজ। এছাড়াও প্রদর্শনীতে ছিলো বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির ঔষধ। পরে মেলায় প্রদর্শনীকারীদের থেকে ১৬জনকে পুরস্কার প্রদান করা হয়।