
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল ভালুকা, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহামেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ফাহমিদা নাজনীন লিনা প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে গঠিত ৪২টি স্টল পরিদর্শন করেন, এবং প্রাণিসম্পদ মেলা নিয়ে সন্তুষ প্রকাশ করেন।