
মহিপুর থানা প্রতিনিধি।
মহিপুর থানার কুয়াকাটায় পৌরসভা খাজুরা গ্রামের ৬০ঘর নামক পূর্ণবাসন থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুল ছাত্রীর মরাদের উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
নিহত স্কুল ছাত্রীর নাম তানিয়া । তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। তার বাবা কবির হাওলাদার ।পেশায় একজন অটো রিশকা চালক।
অনেক পরিশ্রম করে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। বাড়িতে বসে মায়ের সাথে মাও মেয়ে, বাক প্রতিদান্দিতায় জড়িয়ে পড়ায়। মা ,মেয়েকে গালাগালি করেন। মেয়ে খোভের ছলে ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে মহিপুর থানা পুলিশ খটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসা বাদ করার জন্য পরিবারের অনেক কেই থানায় আনেন। বিস্তারিত তদন্ত করার জন্য মরা দেহ পটুয়াখালী জেলায় মর্গে প্রেরণ করা হবে।