
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদনী সাগর কিসমত গ্রামের বাসিন্দা মোঃ আইজুল হক (৫৫) ও তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম (৪৫) একই পরিবারে দুই জন ব্যক্তি প্রায় চার বছর ধরে টাকার অভাবে ও চিকিৎসার অভাবে একই বিছানায় শুয়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ আইজুল ইসলামের পরিবারের সদস্য সংখ্যা ৯জন পাচ মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
তার পরিবারে একমাত্র আয়ের উৎস্য হিসাবে বড় ছেলে মোঃ সইদুল আলী মানুষের বাসায় দিন মুজুর হিসেবে কাজ করে সবার দেখাশুনা করে সইদুল আলী জানান, আমার পিতা মাতা প্রায়ই চার বছর ধরে টাকার অভাবে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন, আমিও আমার ছোট ভাই মানুষের বাসায় কাজ করি সেই টাকা দিয়ে পরিবারের ভরণ পোষন করতে হিমশিম হয় টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না কোন দিন কাজ হচ্ছে কোন দিন কাজ হচ্ছে না এই ভাবে আমার পরিবারের সংসার চলে।
আমি চাই আমার পিতা ও মাতার চিকিৎসার জন্য কোন দয়াবান ব্যক্তি আথিক সহযোগিতা করেন এবং বাবা মায়ের জন্য দোয়া করেন আমি চাই আমার মা, বাবা আগের মতো সুস্থ হয়ে উঠুক। মানুষ, মানুষের জন্য, দোয়া সবার জন্য।
বিশিষ্ট সাংবাদিক জসিম উদ্দিন ইতি জানান, আসুন আমরা সবাই এই অসহায় মানুষ দুইটির পাশে এসে দাঁড়িয়ে তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সঠিক চিকিৎসার জন্য ব্যবস্থা করি।