
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
মঙ্গলবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত মানিক মিয়া কিন্টার গার্ডেনের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবু মাহমুদ ফরিদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক আখতার হোসেন, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ সহ আরো অনেকে। দশটি ইভেন্টে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।