
প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর খিলগাঁও এলাকা হতে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ রাসেল আহমেদ (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭/০২/২০২৩ তারিখ ২১৪০ ঘটিকায় রাজধানীর খিলগাঁও এলাকা হতে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা ১। মোঃ রাসেল আহমেদ (২৮), পিতা-মোঃ কবিরুল ইসলাম, সাং-ভিতরগড়, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৬ টি ওয়াকিটকি এবং ০১ টি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছে। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসকল ওয়াকিটকি সেট ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এসকল অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Staff Officer (Ops)
RAB-3, Tikatuly, Dhaka.