
প্রেস বিজ্ঞপ্তি
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোছাঃ জরিনা বেগম (৩৯)’কে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে প্রায় ডজন খানেক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোছাঃ জরিনা বেগম (৩৯), স্বামী দুলাল মিয়া, সাং-১৪৩ ধলপুর সিটি পল্লী, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে ২৮/০২/২০২৩ তারিখ গভীর রাতে ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি রাজধানীর মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক স¤্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে ০৩ টি, ক্ষিলখেত থানায় ২০১৩ সালে ০১ টি, মুগদা থানায় ২০১৩ সালে ০১ টি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে ০২ টি, বাড্ডা থানায় ২০১৫ সালে ০১ টি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে ০২ টি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে ০১ টি মাদক মামলাসহ মোট ১১ টি মাদক মামলা রয়েছে। তন্মধ্যে সবুজবাগ থানায় দায়েরকৃত ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কুখ্যাত এই মাদক স¤্রাজ্ঞীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
FARJANA HAQUE
ASP
Staff Officer (Ops)
RAB-3, Tikatuly, Dhaka.
Staff Officer (Ops)
RAB-3, Tikatuly, Dhaka.