
ক্রাইম রিপোর্টার মোস্তফা মিয়া :
সাদুল্যাপুর উপজেলার সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মিয়া তার বক্তব্যে বেরিয়ে এসেছে । আমি মোঃ আব্দুল কুদ্দুস পচা, পিতাঃ মোঃ সমেস উদ্দিন, গ্রামঃ মধ্য পাড়া,ডাকঘরঃ ধাপেরহাট, থানাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা।
আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ২০০২ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে ও শহীদ জিয়ার সৈনিক হিসাবে দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে আসছি। বর্তমানে ধাপেরহাট ইউনিয়ন শাখার কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি।
রাজনৈতিক প্রতিহিংসা ভেবে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার অজান্তে কে বা কাহারা আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৬ নং ধাপেরহাট ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড কমিটিতে গত ২০১৫ সালে অর্থ সম্পাদক হিসাবে আমার নাম অন্তর্ভুক্ত করেছেন।
আমি অত্যন্ত দৃঢ়তার সহিত বলছি যে, ওয়ার্ড যুবলীগের ঐ কমিটির সাথে আমার পূর্বের কোন সম্পর্ক ছিলনা, বর্তমানেও কোন সম্পর্ক নাই।
আমি শহীদ জিয়ার সৈনিক হিসাবে আজীবন দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে যেতে চাই। তাই, আমি উপরোক্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনের খবরটি আপনাদের পত্রিকার মাধ্যমে বিষয়টি দেশবাশীকে জানানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।
অতএব, কলম সৈনিক ভাইয়েরা, আমার সম্মেলনের খবরটি স্ব স্ব পত্রিকায় প্রচার করে বাধিত করিবেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – মাসুদ প্রামাণিক যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদ, গাইবান্ধা জেলা শাখা। সফিয়াজ্জামান আহবায়ক, সাদুল্লাপুর উপজেলা কৃষক দল। আব্দুল্লাহ আল-মামুন নিঠু, যুগ্ম আহবায়ক, সাদুল্লাপুর উপজেলা কৃষক দল। মাসুদ শেখ, যুগ্ম আহবায়ক, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। শহিদুল ইসলাম, সদস্য, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। নজরুল ইসলাম বিএনপি নেতা, আমিনুল ইসলাম ও রিপন ও প্রেসক্লাব সকল সাংবাদিক বিন্দুরা উপস্থিতি ছিলেন প্রমূখ।