
মোঃ মহসীন রাসেল, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট বন্দরের চরহোগলা ঈদ গাঁ মাঠে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন আয়োজিত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, জনগণের কল্যাণময়ী উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই শেখ হাসিনার লক্ষ্য।
দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার বৃদ্ধি সহ নানা আর্থ-সামাজিক সূচকে বিশ্বের মডেল বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ জনকল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত ৯৫০ জন পরিবারকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র রায় ঝন্টু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার, ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়ি, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, কাউন্সিলর মিতা রানী দাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।