
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার দুইশত টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- লালপুর উপজেলার মহরাজপুর এলাকার চন্দ্রের প্রামানিকের ছেলে জনি হোসেন (২০), বিলমাড়িয়া এলাকার নছির মন্ডলের ছেলে মিলন (২১), ফাতেপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে সজু ইসলাম (২০), নাগশোষা এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।
র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে লালপুর উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার দুইশত টাকাসহ ইমো প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছে। এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।