
স্টাফ রিপোর্টার মোঃ নুহুইসলাম:
থানা গলাচিপা জেলা পটুয়াখালী ২ নং গোলখালী ইউনিয়ন ছোটোগাবুয়া দুই নং ওয়ার্ডে রিয়াজউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে একটি ব্যাটারি চুরি হয়েছে
এই সূত্রে জানা গেছে ইমাম সাহেবের মুখের কথা ইমাম সাহেব বলেছে গ্রামবাসীর লোকজন ও মুসল্লিদের কাছে ব্যাটারিটা চুরি হয়েছে গ্রামবাসীরা বলল ইমাম সাহেব জুমার দিন ব্যাটারী নিয়ে আলোচনা করেন গ্রামবাসীরা বলল ছোটোগাবুয়া রিয়াজউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদেএকটি সোলারের ব্যাটারী চুরি হয়েছে জুমার দিন বলল মোঃরফিক মাওলানা বললেন ব্যাটারি যে নিছে মসজিদে সে যেনো নামাজ পড়তে এসে ব্যাটারি জন্য রেখে যায় আল্লাহ যেনো হেদায়াত করে।
গ্রামবাসীরা বলল ব্যাটারি যে ব্যক্তি নিচে তাকে ধরার জন্য আইনগত ব্যবস্থা চাই মাওলানা মোঃ রফিকুল ইসলাম বললেন এইভাবে মসজিদে অনেক জিনিস গেছে মাইকেল হরেন গাছে মসজিদে এভাবে অনেক কিছু যেতে আছে এই মসজিদে টাকা পর্যন্ত থাকে না এই মসজিদে বিগত ১০ বছর যাবত অনেক কিছু গেছে আল্লাহর ঘরের জন্য আইনগত ব্যবস্থা চায় গ্রামবাসীরা এবং ইমাম সাহেব সঠিক বিচার চাই আইনের কাছে বিচার চাইআল্লাহর ঘরের বিচার চায়।