
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাইতুল ইসলাহ কওমী নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসার ৬টি দৃষ্টি নন্দন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম।
শনিবার (৪ মার্চ ) সকাল ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে এই ভবনের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, জেলা যুবলীগের সহসম্পাদক শরিফউদ্দিন সরকার শরিফ প্রমুখ।