
তারেক হাসান,জবি প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ স্লোগানকে কেন্দ্র করে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূমিকম্প ও অগ্নিকান্ডের সচেতনতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৫ই মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বের অন্যতম ভয়াবহ ‘তুরস্ক সিরিয়ায়’ ভূমিকম্পকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়ায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ ও রেঞ্জার ইউনিটের সদস্যরা।
আগুন নির্বাপণ ও ভূমিকম্প সচেতনতা মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থীদের অগ্নিকান্ডের বিভিন্ন বিষয়ের উপর বাস্তব জ্ঞানসহ আগুন ও ভূমিকম্পের নানা দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় উদ্বিগ্ন না হয়ে তখনকার করনীয় সম্পর্কে সহজ কিছু কৌশল শিখানো হয়েছে। এছাড়াও অগ্নি নির্বাপন মহড়ায় তারা সরাসরি গ্যাস সিলিন্ডার থেকে আগুন নিভানোর কৌশলটি শিখিয়ে দেন শিক্ষার্থীদের।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, শিক্ষার্থীদের মাঝে তাদের আগুন নির্বাপনের বাস্তব কিছু অবিজ্ঞতাসহ আগুন লাগলে কিভাবে শিক্ষার্থীরা দিশেহারা না হয়ে স্থির থেকে আগুন নির্বাপণ করবে সে বিষয়ে আমরা সম্মুখ দিকনির্দেশনা প্রদান করেছি। সেই সঙ্গে ভূমিকম্পের সময় নিজেকে বিপর্যয় থেকে রক্ষা করে পরিবারের অন্যান্য সদস্যদের কিভাবে রক্ষা করবে এ বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি।
মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান (এনডিসি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কে এম আবদুল ওয়াদুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক জনাব মো. ফিরোজ উদ্দিন।