
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৫ মার্চ ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী শুক্কুর আলী (৪১), পিতা-আলী আকবর, মাতা-সখিনা বেগম, সাং-বরপা, আড়িয়াব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি সাং-মোহাম্মদবাগ চৌরাস্তা, সাত তলা বিল্ডিং, কদমতলী, ডিএমপি, ঢাকা’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকা হতে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তা প্রেরক–
এ কে এম মুনিরুল আলম
স্কোয়াড্রন লীডার
উপ-পরিচালক
কোম্পানী কমান্ডার
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ