
রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের একটি গ্রামে সংখ্যালঘু লোকদের চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬মার্চ) দুপুরে জগন্নাথপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মৃত বন বিহারী রায়ের ছেলে বিকেশ রায়ের সাথে একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রাজেল মিয়া সহ তাদের লোকজনের সাথে বিরোধ চলে আসছে।
রবিবার সকাল অনুমান ১০ঃ৩০ মিনিটের দিকে বিকেশ রায়ের বাড়ীতে ট্রাক ড্রাইভার রিপন মিয়া ইট নিয়ে আসছিলেন। এ সময় রাজেল মিয়া সহ তাদের লোকজন ট্রাক ভর্তি ইট নিয়ে যেতে বাঁধা প্রদান করে।
পরে স্থানীয়রা ট্রাকটি উদ্ধার করে মাল নিয়ে যেতে সহযোগিতা করেন। এ ব্যাপারে বিকেশ রায় জানান, আমি অসহায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমার রাজেল মিয়া সহ তাদের লোকদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছে।
রবিবার সকালে আমার বসত ঘর নিমার্ণের জন্য ট্রাক ভর্তি ইট নিয়ে আসার সময় আমার প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়, অসহায় হয়ে প্রশাসনের কাছে আসছি। আমি বর্তমান সরকার সহ প্রসাশনের সহযোগিতা কামনা করি।
এ ব্যাপারে জানতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই শহিদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ ওসি স্যারের টেবিলে আছে। আমার কাছে অভিযোগ আসলে তদন্ত করা হবে।