
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে ময়মনসিংহের গৌরীপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাকিব হাসান নামে (১৭) কিশোরকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (৬মার্চ) দিবাগত রাতে উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রাকিব মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের মতি মিয়ার ছেলে।
জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাকিবের সাথে ওই ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। রাকিব বিবাহের আশ্বাস দিয়ে ওই মেয়েকে ইতিপূর্বে ভিন্ন ভিন্ন সময়ে ধর্ষণ করে। গত সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে রাকিব ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরিবারের লোকজন টের পেয়ে ওই দিন রাতেই রাকিবকে আটকের পর জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামী ও ভিকটিমকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।