
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৪২)পিতা শুকরা প্রামাণিক এর একটি ছাগল চুরি করে ভ্যানে করে রাতাল থেকে কুমগ্রাম বাজারের দিকে যাবার পথে মোঃ নাইস (২২)পিতা আব্দুল আজিজ ও স্থানীয় লোকজন ভ্যান গাড়িটা আটক করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ভ্যান চালকসে উপজেলার চৌগ্রাম কাজলার পাড়ার বাসিন্দা। ঐ ভ্যান গাড়িতে ছাগল সহ দুইজন ছিলো তারমধ্য উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিনগ্রাম (কাটমা পাড়া)গ্রামের মৃত তজাম এর বড় ছেলে মোঃ আলমগীর (২৬) ও রাজশাহী কাটাখালী এলাকার মৃত আরশেদ মন্ডলের ছেলে মোঃ রানা আলী,
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজার সংলগ্ন এলাকার ভ্যান সহ মোঃ রানা আলী ও ভ্যান চালককে আটক আটক করে স্থানীয়রা,ও বিনগ্রাম (কাটমা পাড়ার) মৃত তজাম এর ছেলে আলমগীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিংড়া থানা পুলিশ বলেন, বিষয় টি জানা ছিলোনা দ্রুত খোঁজ খবর নিচ্ছি।