
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু , পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে রত্না নামের ছয় মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যায় নাজিমুল হক (৩৪) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ আদেশ দেন। নাজিমুল পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধ্বরভাঙা এলাকার জয়নুল হকের ছেলে।
এ ঘটনায় নাজিমুল হককে প্রধান করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন রশিদার বাবা রশিদুল ইসলাম। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।