
মোঃ আবদুল্লাহ, বুড়িচং:
নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী এমন স্লোগানে কুমিল্লার বুড়িচংয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার ১৫ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভিন্ন হোটেল ও মুদি ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু,পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসসনা খানম মুন্নী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার,পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ,পল্লী বিদ্যুৎতে ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অনেকে।
এসময় উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে আসন্ন রমজানে কোন পণ্যের দাম যেন বাড়ানো না হয় এবং হোটেলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার উৎপাদন ও পরিবেশনের বিষয়টি নিশ্চিতের কথা বলেন।