
শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কুলাউড়া থানার এসআই আব্দুর রহমান জিবান সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার বরমচাল চা বাগান এলাকা থেকে রাজু চামটা দাস (২৬) নামের এক ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধর্ষক রাজু চামটা দাস বরমচাল চা বাগানের মৃত রাম দরিয়া দাসের ছেলে।
গত ১৪ ফেব্রুয়ারী বরমচাল চা বাগানের এক কিশোকে মাটি কাটার কাজে নিয়ে পৌছে দেওয়ার কথা বলে সুকৌশলে ধর্ষক রাজু চামটা দাস ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুলাউড়া থানায় ধর্ষন মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক রাজু চামটা দাসকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানার মামলা নং-১৮(০২)২০২২ মূলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।