
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলায় জলিলপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক ডা. আফতাব উদ্দিন উপস্থিতিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন, ডি,কে,এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ,জলিলপুর ক্রিকেট টিমের অধিনায়ক মাছুম আহমেদ, জাতীয় যুব সংহতি সদর উপজেলার সদস্য হানিফ উল্লাহ, আল ফালাহ্ ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দুলাল, আল ফালাহ্ ইসলামি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক জুবায়েল আহমদ, সুনামগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফেন্টম ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার শহিদুল ইসলাম সিহাব, জলিলপুর ক্রিকেট ক্লাবের সিনিয়র ক্রিকেটার নাঈম, তামিম, ইস্তিক হাসান, মনোয়ার হোসেন মাহিসহ জলিলপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জোসেফ সিক্সার্স ১০ রানের বিশাল ব্যবধানে জয়লাভের কৃতিত্ব অর্জন করে। খেলায় রানার্স-আপ হয় এহিয়া স্টাইকার্স। আজ বুধবার (২২ মার্চ) বিকালে জলিলপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে জলিলপুর ক্রিকেট মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আল ফালাহ্ ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দুলালের সৌজন্যে জলিলপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যাচের ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয় ।