
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের টিশার্ট ও শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। শুক্রবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ পৌর শাখার উদ্যোগে রেলওয়ে জংশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রধান অতিথি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে এসব উপহার তুলে দেন।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ প্রমুখ।