
প্রেস বিজ্ঞপ্তি
২০০৯ সালে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক আসামি মোঃ ইউসুফ আলী (২৮)’কে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর খিলক্ষেত এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক আসামি ১। মোঃ ইউসুফ আলী (২৮), পিতা-রফিক উল্ল্যা, সাং-বারহি নগর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী’কে গত ০৫/০৪/২০২৩ তারিখ ১৫৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে ধৃত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।