
মো:আইয়ুব চৌধুরী,রাজস্থলীঃ
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে রাজস্থলীতে অবস্থান কর্মসূচি ৮এপ্রিল বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার খলিলুর রহমান শেখ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা সাবেক মেয়র ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো:সাইফুল ইসলাম ভুট্টো,বিশেষ অথিথি হিসেবে ছিলেন সভাপতি রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের মমতাজ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় সহ প্রচার সম্পাদক রাজস্থলী উপজেলা বিএনপি মিজানুর রহমান প্রিন্স। আরও উপস্থিত ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি অঙ্গ যোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাতারা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেন।অন্যথায় কঠিন আন্দোলন ছাড়া আর কোন পথ নাই বলে বক্তব্য রাখেন বক্তারা।