
এম আলিফ, নিজেস্ব প্রতিবেদকঃ
“শুভ নববর্ষ ১৪৩০” প্রতি বছর ইংরেজি ১৪ এপ্রিল পালিত হয় পহেলা বৈশাখ।
বরিশালে বিভিন্ন অনুষ্ঠান যোগে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
বরিশাল বি এম স্কুল থেকে সকাল ৮ :০০ রেলি শুরু সদর রোড, গীর্জা মহল্লা, চক বাজার, কাটপট্রি হয়ে টাউন হলের সামনে এই রেলির সমাপ্তি হয়।
পহেলা বৈশাখকে ঘিরে বরিশালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বি এম স্কুল মাঠে দেখা যায় বিভিন্ন ধরনের দোকান, কিন্তু তাদের সাথে কথা বলে জানা যায় রমজান উপলক্ষে তারা তাদের কাংখিত ক্রেতা পাইনি।মাঠে আরো নাগোর দোলা ও নৌকা দোলা দেখা যায় সেখানে বাচ্চাদের অনেক ভিড় দেখা যায়।
পহেলা বৈশাখ উদযাপন করতে আরো আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্প গোষ্ঠী বিভিন্ন ধরনের গান গেয়েছে, নৃত্য শিল্পীরা তাদের নৃত্য প্রদর্শন করেছেন।
এই অনুষ্ঠান পবিত্র জুমার নামাজের জন্য বিরতি দিয়ে বিকাল পর্যন্ত চলেছিল।