
প্রেস বিজ্ঞপ্তি:
উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল। সিলাম পশ্চিম পাড়া মহল্লাবাসীদের নিয়ে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের সাবেক মোতাওয়াল্লী আব্দুল মতিন, আব্দুল কাইয়ুম মাস্টার ও বর্তমান মোতাওয়াল্লী জামাল উদ্দিন, মিসবাহ উদ্দিন, ফখরুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, আবু সাঈদ জুবেরী সাদ, সাদিক মিয়া মেম্বার, সংস্থার অন্যতম উপদেষ্টা মাহবুব আলম ও মুহিবুর রহমান।
বক্তরা বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা এই অঞ্চলে খেলাধুলাসহ আর্ত মানবতার সেবায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে অবদান রাখেন সংস্থার উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রবাসী সিতাব উদ্দিন।
উক্ত ইফতার মাহফিলে মহল্লা বাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কাহির, শাহাব উদ্দিন পঙ্খী , ছইদ আলী, তখলিছ মিয়া, ওবায়দুর রহমান বাদশা, শাহ খাদেমুল ইসলাম ফারুক, এস এম মুজাম্মেল , পাবেল রহমান , আলতাফ হোসেন , সাগর আহমদ (সোয়াব আলী) আফজল হোসেন, মাহবুব হাসান রিংকু। সংস্থার কার্যনিবার্হী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল, আশরাফুল আলম , অ্যাডভোকেট হাসান মিয়া, রেজোয়ান আহমদ , ফয়সাল আহমদ , আল আমিন বাপ্পু, রুহিন , আল আমিন (২) , মখসুদুল ইসলাম জামেল, হায়দার, জুনেদ, ঈসা, মাহী, মুহিব, জামেল , নিয়াজ , শিপন, নিশাত, শাহীদ , বুরহান, জাকারিয়া , সানী, তায়েফ, শোয়াইবুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওায়াত করেন ফাহাদ হাসান ও দোয়া পরিচালনা করেন পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
এম. আহমদ আলী