
প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা হতে ৭৬ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মনির হোসেন (৫২) এবং তার ০৪ জন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ।
কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সরকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ মনির হোসেন (৫২), পিতা-হাজী তাজুল ইসলাম, সাং-কানোরা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এবং তার সহযোগী ২। মোঃ খোকা মিয়া(৩৪), পিতা-তোফাজ্জল হোসেন, সাং-দেওয়ানবাগ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ জাবেদ (২২), পিতা-মোকলেছ মোল্লা, সাং-মাহমুদপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ রিয়াদ, পিতা ও সাং অজ্ঞাত ও ৫। মোঃ জাহের হোসেন (৩৫), পিতা-আবুল বাশার, সাং-দেওয়ানবাগ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জদের হেফাজত হতে ৭৬ কেজি গাঁজা এবং ০১ টি কাভার্ডভ্যান জব্দসহ ১৪/০৪/২০২৩ তারিখ ১৪২০ ঘটিকায় তাদেরকে গ্রেফতার করেছে র্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রের মূলহোতা মনির এর নেতৃত্বে উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও ধৃত আসামিদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। এসকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক