
মোঃ গোলাম রাব্বী, পটুয়াখালী প্রতিনিধি :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পটুয়াখালী পৌর এলাকার ১১৫ টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান এ পৌরসভার পক্ষ থেকে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন পটুয়াখালী পৌরসভার মেয়র জনাবঃ মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় সভাপতির বক্তব্যে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি রমজান মাসে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে পটুয়াখালী পৌরসভার ইফতার আয়োজনের নিয়ম চালু করি। তার পর বছরে দু’টি ঈদে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের নিয়ম চালু করি। এ সকল কর্মকান্ড চালু করতে আমার পরিষদের সদস্যবৃন্দও স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করেন।
মেয়র বলেন, অন্যরা যখন আমার ভাল কাজগুলো অনুস্বরনের চেষ্টা করেন তখন আমিও আনন্দিত ও উৎসাহিত হই। পটুয়াখালী পৌরসভার কর্মকান্ডে অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিজাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী বড় মসজিদের ইমাম ও পৌরসভার কর্মকর্তাসহ প্রমুখ। বক্তারা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ দিয়ে মেয়র ও পৌর পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে সভা শেষে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়।