
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ভ‚ট্টার গো-খাদ্যের বস্তা ছিঁড়ে ক্ষতি সাধন করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর সাফিনা সাইলেজের ভ‚ট্টা প্রকল্পে।
শনিবার রাতে (১৫ এপ্রিল) এ অভিযোগ দায়ের করেন সাফিনা সাইলেজের পরিচালক সাংবাদিক মোঃ শামীম হোসেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১১টায় প্রতিবন্ধী সিরাজ মিয়ার জমিতে সেচ দেয়ায় একই এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ মঞ্জু মিয়া (৪৫) ও অজ্ঞাত ৪/৫ জন সাংবাদিক শামীম হোসেনকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। সিরাজকে পানি দেয়ায় ঘটনার দিন দিবাগত রাত সাড়ে ১১ টায় সাফিনা সাইলেজ ভ‚ট্টা প্রকল্পের গো-খাদ্যের বস্তা ছেঁড়া হ। এ ঘটনায় ৭০ হাজার টাকার গো খাদ্য নষ্ট করে।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।