
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের ছয়শত মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দেয়া হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গুঁজিখা গ্রামে আরএমজি এগ্রো ইন্টারন্যাশলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন ইমাম মুয়াজ্জিনদের হাতে।
তিনি ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্জ্ব শামসুল হক, হাটশিরা জামে মসজিদের ইমাম মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।