
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারিপুরে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাব পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ নিম্নবিত্ত ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডি.কে ব্লাড ডোনার্স ক্লাব।সোমবার সকাল থেকে ডাসার ও কালকিনির বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালায় সংগঠনের কর্মীরা।
এ সময় ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রায় ২০ শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মাদ্রাসায় প্রায় ২০০জনকে ইফতারি দেওয়া হয়।
রমযান মাসব্যাপী সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনটির তত্ত্বাবধানে প্রতিবছর প্রায় শত শত মানুষকে রক্তদান এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক সেবা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কাজী রায়হান বলেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের সংগঠন সর্বদায় কাজ করে যাবে
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আফজাল হোসেন জানান, সবাই হয়তো কিছু একটা করতে চাই শিশুদের জন্য, সমাজের জন্য।কিন্তু কতজন আমরা সত্যিকারে রাস্তায় নেমে মানবতার পাশে এসে দাঁড়িয়েছি, শিশুদের মুখে হাসি ফুটিয়েছি? কিছু মানুষ আছে যারা নিরবে মানুষের পাশে, মানবতার পাশে, এসে দাঁড়ায়।
প্রতিবারের মতো আমরা এবারও চাই প্রতিটি শিশুর ঈদ শুরু হোক নতুন জমা দিয়ে।আমরা প্রতিটি শিশুর মুখে হাসি ফোঁটাতে চাই।