
সংবাদ বিজ্ঞপ্তি:
র্যাব-৯, সিলেট এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন এলাকা থেকে ১৯৭০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন এলাকা থেকে ১৯৭০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১৭ এপ্র্রিল ২০২৩ ইং তারিখ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন উত্তর ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধর্মনগর এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া (২৫)। গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ মিয়ার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যেগুলো হলোঃ- ১। আখাউড়া থানার মামলা নং-১৫/৪৮৫, তারিখ ১৫/১২/২০১৮, ২। আখাউড়া থানার মামলা নং-২৮/১৬৮, তারিখ ১৯/০৪/২০১৯, ৩। কসবা থানার মামলা নং-৩২, তারিখ ২৯/০১/২০১৮, ৪। আখাউড়া থানার মামলা নং-৬৬/২৩৫, তারিখ-২৮/০৫/২০২০, ৫। আখাউড়া থানার মামলা নং-৩০/৩০, তারিখ-২৪/০১/২০২৩ এবং ৬। আখাউড়া থানার মামলা নং-১২/২১৯, তারিখ-১৭/০৭/২০২১। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।