
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরায় র্যাবের অভিযানঃ বিষাক্ত কার্বাইড মিশ্রিত ৮০০০ কেজি আম জব্দপূর্বক ধ্বংস করা হয়েছে।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে আম পাকার মৌসুম শুরু হওয়ার আগেই অপরিপক্ক আমে বিষাক্ত কেমিক্যাল কার্বাইড মিশিয়ে পরিবহন ও বাজারজাত করে আসছে। এই বিষাক্ত কেমিক্যাল কার্বাইড থেকে মানবদেহে ক্যানসার এর মত ভয়াবহ মরন ব্যাধি পর্যন্ত হতে পারে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ হতে বিপুল পরিমান কার্বাইড মিশ্রিত আম বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা ও কৃষি কর্মকর্তা সাতক্ষীরার সমন্বয়ে অদ্য ১৭ এপ্রিল ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাকাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ০২টি ট্রাক ভর্তি কার্বাইড মিশ্রিত অপরিপক্ক আনুমানিক ৮০০০ কেজি আম, যার বাজার মূল্য ৬,৫০,০০০/-টাকা জব্দ করেন এবং অসাধু পরিবহনকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত কার্বাইড মিশ্রিত অপরিপক্ক আম ধ্বংস করা হয়েছে।