
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা সেনানিবাসের টিপরাবাজার এলাকায় কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়; এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ ঘটনায় মোটর সাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়, এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর শরীফপুর এলাকার আইয়ুব আলীর ছেলে বাতেন ( ৩৮) অপরজন বড়ুরা উপজেলার পুমতলা মোখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনারর বিষয়টি নিশ্চিত করে জানান- ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি ও দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক, মোটর সাইকেলটিকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।