
মুলাদী প্রতিনিধি :
মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার তারিকুল হাসান খান মিঠুর বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ও মুলাদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রিয়াজুল জান্নাত জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল সোমবার বাদ আসর মুলাদী কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, মুলাদী পৌরসভা মেয়র শফিকুজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল হাসান সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলম শুকুর আহমেদ খান রহমত পুর ইউনিয়ন চেয়ারম্যান বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মোল্লা যুগ্ম সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ সদস্য হলেন হাসান খান টিপু মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি মুফতি মাওলানা আ: নুর, সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, মুলাদীর বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মুলাদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাদা, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি একে আজাদ কালাম খান, মুলাদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাওলাদার রেজা, মুলাদী প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান কামাল ভূইয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি এসএম কামাল পাশা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার সহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মুলাদী কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন রিয়াজুল জান্নাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।