
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল ১৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জামাল মিয়া (৩৫) বলে জানা যায়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন ঢাকা টু মাওয়া রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হাসান খান (২৬) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।